ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘শস‌্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উৎকৃষ্ট চিত্রকর্ম’

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২১, ৯ মার্চ ২০২১   আপডেট: ১৯:২৫, ৯ মার্চ ২০২১
‘শস‌্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উৎকৃষ্ট চিত্রকর্ম’

বগুড়ার বালেন্দা গ্রামে শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরির প্রশংসা করেছেন গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড বুকসের প্রতিনিধি দলের সদস‌্যরা। তারা বলেন, ‘শস্যচিত্রে তৈরি বঙ্গবন্ধুর প্রতিকৃতি উৎকৃষ্ট মানের চিত্রকর্ম হয়েছে।’ মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে শেরপুর উপজেলার  বালেন্দাগ্রামে শস‌্যচিত্রে তৈরি বঙ্গবন্ধুর প্রতিকৃতি পরিদর্শন শেষে তারা এই মন্তব‌্য করেন। 

১২০ বিঘা জমির ওপর নির্মিত এই শিল্পকর্ম পরিদর্শন শেষে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড বুকসের প্রতিনিধি অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, ‘গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের মনোনীত হয়ে আমি ও অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী সাক্ষী হিসেবে সরেজমিনে পুরো মাঠ পরিদর্শন করেছি।  গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসভুক্ত হওয়ার প্রথম শর্ত হলো, চিত্রটি দেখে তার প্রকৃত অবস্থা অবশ্যই সহজে বুঝতে হবে। আমরা ড্রোন ক্যামেরার সাহায্যে দেখেছি, ছবির মাধ্যমে দেখেছি , নিজেরা হেঁটে হেঁটে দেখেছি।  এখানে সঠিকভাবেই বঙ্গবন্ধুর চিত্র ফুটে উঠেছে। সহজেই জাতির জনককে চেনা যাচ্ছে। ন্যাশনাল এগ্রিকেয়ার ও কৃষিবিদদের সহায়তায় শস্যচিত্রে বঙ্গবন্ধুর যে প্রতিকৃতি গড়ে তোলা হয়েছে, সেটি উৎকৃষ্ট চিত্রকর্ম হয়েছে।’

ড. কামাল উদ্দিন বলেন, ‘দ্বিতীয়ত শর্ত হলো, রেকর্ড ভঙ্গ করতে হবে। এর জন‌্য অতীতের রেকর্ডের চেয়ে জমির পরিধি বেশি হতে হবে। আমরা চীনের রেকর্ডকে ভাঙতে যাই। চীন ৭৫ বিঘার ওপর শস্যচিত্রে প্রতিকৃতি করেছিল। এখানে ১২০ বিঘার ওপর করা হয়েছে। এছাড়া, দুই জাতের ধানের বীজ দিয়ে চিত্রকর্ম করার শর্ত ছিল। বেগুনি ও সবুজ। তাও এখানে করা হয়েছে। আমরা আশা করি, এটি রেকর্ড ভঙ্গ করতে সক্ষম। তিনদিনের মধ্যে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড বুকসের প্রধান কার্যালয় লন্ডনে এই পরিদর্শনের রিপোর্ট পাঠাবো। এরপর ৭ দিনের মধ্যে এর ফল জানা যাবে।’

এই সময়  ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদ’-এর আহ্বায়ক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেন, ‘শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভেসে উঠেছে, এই খবর জানার পর আমরা দেখতে এসেছি, কী অবস্থায় আছে। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে যে শর্তগুলো রয়েছে, সেগুলো ঠিকমত পূরণ হচ্ছে কি না। প্রয়োজনে আমরা তাদের চাহিদা অনুযায়ী এই শিল্পকর্মটিকে সুচারুরূপে সম্পন্ন করতে চাই। আমাদের টার্গেট ১৭ মার্চ ঘিরেই। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ১৭ মার্চ গুরুত্বপূর্ণ দিন। ১৭ মার্চের মধ্যে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস বুকে এই শিল্পকর্মের নাম লেখাতে চাই। আশা করি, সঠিক জায়গাতেই আছি।’

পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদের সদস্য সচিব কে এস এম মোস্তাফিজুর রহমান, প্রধান সমন্বয়ক ফয়জুল সিদ্দিকী, কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি সমীর চন্দ, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক। স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন, বগুড়া-৫ আসনের সংসদ সদস‌্য হা‌বিবর রহমান, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু প্রমুখ।

উল্লেখ্য, চলতি বছরের ২৯ জানুয়ারি বালেন্দা গ্রামের ১২০ বিঘা কৃষি জমিতে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ নামে এই চিত্রকর্ম বাস্তবায়নের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।  

এনাম/এনই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়