ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বগুড়ার ধুনটে ১৪৪ ধারা

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৭, ১১ মার্চ ২০২১  
বগুড়ার ধুনটে ১৪৪ ধারা

বগুড়ার ধুনট উপজেলায় ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে শহরের মুজিব চত্বর এলাকায় ১২ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল ৮ টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।

জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১ টায় শহীদ মিনার চত্বরে সমাবেশ আহ্বান করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন। একই স্থানে একই সময়ে পাল্টা সমাবেশ আহ্বান করেন পৌর ছাত্রলীগের সাবেক সদস্য রাসেল খন্দকার।  এ নিয়ে বুধবার রাত থেকে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উভয় গ্রুপ যেকোনো মূল্যে সেখানে সমাবেশ করার ঘোষণা দেয়।

দুইপক্ষের সভা-সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার অশঙ্কায় উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্ত ১৪৪ ধারা জারি করেন। 

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, মুজিব চত্বর ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এনাম/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়