ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

১১ ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোণা সড়কে যান চলাচল শুরু

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ১৩ মার্চ ২০২১  
১১ ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোণা সড়কে যান চলাচল শুরু

প্রশাসন ও পরিবহন মালিক সমিতির আশ্বাসে ১১ ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে পরিবহন শ্রমিকরা। এর ফলে এই সড়কে যান চলাচল শুরু হয়েছে।

শনিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয় বলে জানান জেলা মটর মালিক সমিতির সম্পাদক সোমনাথ সাহা। ময়মনসিংহের  তারাকান্দা উপজেলার কাশীগঞ্জ বাজারে শুক্রবার (১২ মার্চ) রাত ২টা থেকে সড়ক অবরোধ করা হয়।

শুক্রবার বিকেলে গাড়ির সাইড দেওয়া নিয়ে নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের গাড়ির চালক ও এক ট্রাক চালকের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি হয়। এরই জেরে দোষীদের শাস্তির দাবিতে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করে। এতে দুইপাশে যান আটকে থাকায় ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

মটর মালিক সমিতির সম্পাদক সোমনাথ সাহা বলেন, প্রশাসনের সঙ্গে  পরিবহন মালিক সমিতি ও শ্রমিক নেতাদের বৈঠকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের ৪৮ ঘণ্টার মধ্যে বিচারের আশ্বাসে অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান এই শ্রমিক নেতা। 
 

মিলন/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়