ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জামালপুরে বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড  

জামালপুর সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫১, ১৪ মার্চ ২০২১  
জামালপুরে বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড  

জামালপুরে বাবাকে হত্যার দায়ে ছেলে সবুজ মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১৪ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো.  জুলফিকার আলী খান আসামির উপস্থিতিতে এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত সবুজ মিয়া সদর উপজেলার দক্ষিণ কৈডোলা গ্রামের মৃত ইমান আলীর দ্বিতীয় ছেলে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ইমান আলীর সঙ্গে তার ছেলে সবুজ মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সবুজ মিয়া স্থানীয় ইউপি নির্বাচনে অংশ নেওয়ার জন্য জমি লিখে দেওয়ার জন্য চাপ দেন। বাবা ইমান আলী রাজি না থাকায় ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি সবুজ মিয়া তাকে মারধর করেন। হাসপাতালে নেওয়ার পথে ইমান আলী মারা যান।

নিহতের বড় ছেলে বাদল মিয়া বাদী হয়ে জামালপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র বলেন, তিনি এই রায়ে সন্তুষ্ট। রায় দ্রুত কার্যকরের দাবি জানান তিনি। 

আসামিপক্ষের আইনজীবী মো. আশরাফুল হোসাইন সোহাগ জানান, এই রায়ের বিরুদ্ধে আসামি উচ্চ আদালতে আপিল করবেন। 
 

সেলিম/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়