ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হিলি স্থলবন্দরে ভারতীয় চালবোঝাই ট্রাকচালকদের দুর্ভোগ চরমে 

মোসলেম উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৬, ১৫ মার্চ ২০২১   আপডেট: ১৫:৪৭, ১৫ মার্চ ২০২১
হিলি স্থলবন্দরে ভারতীয় চালবোঝাই ট্রাকচালকদের দুর্ভোগ চরমে 

দিনাজপুরের হিলি স্থলবন্দরে খালাসের অপেক্ষায় প্রায় শতাধিক ভারতীয় চালবোঝাই ট্রাক ৫ থেকে ১০ দিন ধরে পড়ে আছে। এতে করে এসব ট্রাকের চালক-ড্রাইভাররা চরম ভোগান্তিতে রয়েছেন।

খাবারসহ দৈনন্দিন বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে তারা দিনাপাতি করছেন বলে অভিযোগ ট্রাকচালকদের।

সোমবার (১৫ মার্চ) সকালে হিলি পানামা পোর্টের গণসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বিষয়টির সত‌্যতা নিশ্চিত করেছেন।

হিলি স্থলবন্দর ঘুরে দেখা গেছে,  ৫ থেকে ১০ দিন ধরে বন্দরের ভিতরে প্রায় শতাধিক চালের গাড়ি লোড অবস্থায় অবস্থান করছে। চালক এবং হেলপাররা দুই থেকে তিন দিনের খাদ্যসামগ্রী সঙ্গে নিয়ে এসেছিলেন। বর্তমান কয়েক দিন ধরে তাদের কোনো খাবার নেই, এমন কি টাকাও ফুরিয়ে গেছে। চাল আমদানির পর থেকে আমদানিকারকরা তাদের সঙ্গে যোগাযোগ করছেন না। প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহের জন্যও বন্দর কর্তৃপক্ষ গেটের বাহিরেও বের হতে দিচ্ছে না তাদের। সব মিলে জানা যায় ভারতীয় ট্রাক চালকরা এক মানবেতর জীবন-যাপন করছেন।

WB 65C0282 নম্বরের ট্রাকচালক রতন রায় রাইজিংবিডিকে বলেন, ‘আমি ১০ দিন হয় আমি এখানে চাল নিয়ে এসেছি। চালের পার্টির কোনো খোঁজ খবর নেই। খাবার যা সঙ্গে নিয়ে আসছিলাম তা অনেক আগেই শেষ হয়ে গেছে। খুব কষ্টে আছি দাদা।’

সুভাস বর্মণ WB61A7458 নম্বরের চালক রাইজিংবিডিকে বলেন, ‘আমি ৫ দিন হলো আসছি,আর কতদিন থাকতে হবে জানি না। এখানে ট্রাকের উপরই খেতে ও ঘুমাতে হচ্ছে।’

গাড়ি নম্বর WB6564868 এর চালক সন্তোষ মণ্ডল রাইজিংবিডিকে বলেন,  ‘দুই দিনের আশায় বাংলাদেশে আসলাম, আজ ৫ দিন হয়ে যাচ্ছে। বাড়িতে বউ বাচ্চা আছে, তারা অনেক চিন্তায় আছে। কী করবো বুঝতে পারছি না।’

৫ দিন ধরে অবস্থানরত মিন্টু সরকার রাইজিংবিডিকে বলেন, ‘দাদা আমরা এখানে কুকুরের মতো পড়ে আছি। খোঁজ কেউ নেয় না। গেটের বাহিরে বের হতে দিচ্ছে না। কবেই দরকারি সব কিছু শেষ হয়ে গেছে। ক’দিন থেকে আমরা ঠিকমতো খাবার পাচ্ছি না। না খেয়েও থাকতে হচ্ছে।’

পরেশ সিং রাইজিংবিডিকে বলেন, ‘এখানে এতো মশার উৎপাত,সবাইকে খেয়ে শেষ করে ফেলছে। আবার আমাদের এই চালের গাড়িগুলোর সঙ্গে পাথর লোড-অনলোড করা হচ্ছে। ভেকুর শব্দ আর পাথরের ধুলায় আমাদের জীবন শেষ। এখানে জলের কোনো ব্যবস্থা নেই। টয়লেটের অবস্থাও করুণ। আর কতো সহ‌্য করবো।’

ভারতীয় ট্রাকমালিক দিলীপ ঘোষ রাইজিংবিডিকে বলেন, ‘আমার দুইটি গাড়ি, (WB59A2371) ও (WB613297)। আমার বাড়ি ভারত হিলিতে, ৭ দিন হলো চালকরা চাল নিয়ে আসছে এ বন্দরে। গতকাল সকালে ফোনে বলল আমাদের খাবার শেষ, কি খাবো। গেলো রাতে তারা না খেয়ে ছিলো। তাই নিরুপায় হয়ে আজ ভারত থেকে পাথরবোঝাই ট্রাকচালকদের জন্য খাবার নিয়ে দেখা করতে আসছি। এই চালগুলো কবে যে পার্টিরা আনলোড করে আমার গাড়ি ছেড়ে দিবে, বলতে পারছি না।’

হিলি পানামা পোর্টের গণসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, আজকেও হিলি বন্দরে প্রায় শতাধিক ভারতীয় চালবোঝাই ট্রাকগুলো লোড অবস্থায় অবস্থান করছে। কত দিনের মধ্যে এই ট্রাকগুলো আনলোড করা হবে,এবিষয় চাল আমদানিকারকরা বলতে পারবেন। তবে ভারতীয় ট্রাকচালকদের সুবিধার জন্য আজ সকাল থেকে পোর্টের ৩ নম্বর গেটে নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজারের দোকান বসানোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আজ থেকে তাদের আর কোনো খাদ্য খাবারের জন্য বিপাকে পড়তে হবে না।

এবিষয়ে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারকের সভাপতি হারুন উর রশিদ হারুন রাইজিংবিডিকে জানান, শুল্ক কমানোর জন্য হয়তো চাল আমদানিকারকরা বন্দর থেকে চাল বের করছেন না। দীর্ঘ সময় ধরে চালবোঝাই ট্রাকগুলো বন্দরে আটকে থাকার কারণে চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ভারতীয় রপ্তানিকারকরা অনেক সময় সার্বিক চিন্তা না করে,এই সব পণ্য বাংলাদেশে রপ্তানি করে। আর তার জন্য ট্রাকচালকদের অসুবিধায় পড়তে হয় বলেও জানান সভাপতি।

হিলি (দিনাজপুর)/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়