ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সড়কে ২ যন্ত্রশিল্পীর মৃত্যু, লরিচালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ১৫ মার্চ ২০২১   আপডেট: ১৫:৫৬, ১৫ মার্চ ২০২১
সড়কে ২ যন্ত্রশিল্পীর মৃত্যু, লরিচালক গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাই এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাস দুর্ঘটনায় দুই যন্ত্রশিল্পীর মৃত্যুর ঘটনায় দায়ী লরিচালককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম হাইওয়ে থানা পুলিশ।

সোমবার (১৫ মার্চ) সকালে চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার লরিচালকের নাম আলী আক্কাস (৫০)। 

থানা ইনচার্জ মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, সোমবার সকালে চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকা থেকে দুর্ঘটনার জন্য দায়ী লরিচালককে গ্রেপ্তার করা হয়। গাড়ি চালাতে চালানোর সময় ঘুমিয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে তিনি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান  ‍পুলিশের এই কর্মকর্তা।
উল্লেখ্য, গত শনিবার কক্সবাজারে একটি কনসার্টে যাওয়ার সময় মীরসরাই এলাকায় এক মাইক্রোবাসকে উল্টো দিক থেকে আসা এক লরি ধাক্কা দিলে দুই যন্ত্র শিল্পির মর্মান্তিক মৃত্যু ঘটে। তারা হলেন— প্যাড বাদক পার্থ প্রতিম গুহ (৫০) ও পার্কাসনবাদক হানিফ আহমেদ (৪১)। এই ঘটনায় আরও ৬ জন আহত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়