ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সরকারি গাছ কাটায় ছাত্রলীগ নেতার জরিমানা

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩০, ১৫ মার্চ ২০২১  
সরকারি গাছ কাটায় ছাত্রলীগ নেতার জরিমানা

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুরে সরকারি গাছ কাটায় ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম মানিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (১৫ মার্চ) বিকেলে তাকে জরিমানা করা হয়। 

মানিক জেলা ছাত্রলীগের উপ-অর্থ বিষয়ক সম্পাদক ও বিনোদপুর ইউনিয়নের খালিয়া গ্রামের আব্দুর রাজ্জাক মন্ডলের ছেলে।

মহম্মদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারী জানান, সুমন ও তার লোকজন বিনোদপুর ইউনিয়ন ভূমি অফিসের সামনে সরকারি মালিকানাধীন মেহগনি গাছ কাটছিলেন। ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মঞ্জুরুল ইসলাম তাতে বাধা দেন। এতে মানিক উত্তেজিত হয়ে তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। 

হরেকৃষ্ণ অধিকারী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছয়টি মেহগনি গাছের ৫৫ পিস লগ জব্দ করা হয়। জব্দকৃত গাছের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। অবৈধভাবে সরকারি গাছ কাটা ও সরকারি কাজে বাধা দেওয়ার জন্য এই জরিমানা করা হয়। 

মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা জানান, অভিযোগ প্রমাণিত হলে মানিকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। 
 

শাহীন/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়