ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কেন্দুয়ায় ৫ দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে 

নেত্রকোনা সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৬, ১৮ মার্চ ২০২১   আপডেট: ১২:০৯, ১৮ মার্চ ২০২১
কেন্দুয়ায় ৫ দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে 

নেত্রকোনার কেন্দুয়ায় আগুনে ৫ ব্যবসা প্রতিষ্ঠানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) ভোর রাত ৫টার দিকে উপজেলার মোজাফফরপুর ইউনিয়নের গগডা নতুন বাজারে শহীদ মিয়ার মার্কেটে এই আগুন লাগে।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি কাজী শাহনেওয়াজ জানান, আজ ভোর ৫টার দিকে উপজেলার গগডা নতুন বাজারে শহীদ মিয়ার মার্কেটের হৃদয় মিয়ার অটো পার্সের দোকানের বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে কেন্দুয়া ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে উপজেলার ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হৃদয় মিয়ার অটো পার্সের দোকান, মোস্তাক আহমেদের মোবাইলসহ পার্সের দোকান, কাসেম মিয়ার কীটনাশকের দোকান, ইসহাক মিয়ার চায়ের দোকানসহ ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দেবল/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়