ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সাগর-রুনি মামলা গুরুত্ব সহকারে তদন্ত হচ্ছে: র‌্যাবের ডিজি

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৫, ১৮ মার্চ ২০২১   আপডেট: ২২:০৯, ১৮ মার্চ ২০২১
সাগর-রুনি মামলা গুরুত্ব সহকারে তদন্ত হচ্ছে: র‌্যাবের ডিজি

র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলা গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।’

বৃহস্পতিবার (১৮ মার্চ) হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ক্রাইম প্রিভেনশন কোম্পানি র‌্যাব-৯ এর নতুন ইউনিটের উদ্বোধনের সময় এ কথা বলেন র‌্যাবের মহাপরিচালক।

এসময় র‌্যাব, পুলিশ, জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন,  ‘র‌্যাব-৯ এর নতুন ইউনিট হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চালু করা হলো। এই ইউনিট জেলার সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে কাজ করবে। র‌্যাবের অফিসার ও সদস্যরা অত্যন্ত সাফল্যের সঙ্গে তাদের অর্পিত দায়িত্ব পালন করেছেন। র‌্যাব জঙ্গি ও সন্ত্রাস দমনে বিশেষ ভূমিকা পালন করে আসছে। বাহুবলে মা ও মেয়ের হত্যাকারীরাও ছাড় পাবে না। তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে।’

সুনামগঞ্জের শাল্লা হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ঘটনায় তিনি বলেন, ‘দেশে সাম্প্রদায়িক সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দেওয়া হবে। বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এখানে সবার সমান অধিকার। কেউ যদি সংখ্যালঘুদের ওপর নির্যাতন করে, তা সহ্য করা হবে না। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। কোনো জঙ্গি ও সন্ত্রাসীর এ দেশে ঠাঁই হবে না।’

সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) একেএম কামরুজ্জামানের সভাপতিত্বে ও র‌্যাব-৯ এর মিডিয়া উইং ওবাইন রাখাইনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, র‌্যাব-৯ এর সিও (কমান্ডার) লেফটেন্যান্ট কর্নেল আবু মুসা মোহাম্মদ শরীফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক আজাদ হোসেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম-পিপিএম, ইন-সার্ভিস ট্রের্নিং সেন্টার হবিগঞ্জের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি নব-নির্বাচিত পৌর মেয়র আতাউর রহমান সেলিম প্রমুখ।

এছাড়া শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম, ইন-সার্ভিস ট্রের্নিং সেন্টার হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মামুন চৌধুরী/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়