ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রাস্তা প্রসারের দাবিতে হিলিতে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৪, ২০ মার্চ ২০২১   আপডেট: ১৩:৪৭, ২০ মার্চ ২০২১
রাস্তা প্রসারের দাবিতে হিলিতে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ 

যানজট ও রাস্তা প্রসারের দাবিতে দিনাজপুরের হিলিতে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছে স্থানীয়রা।

শনিবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০ থেকে সাড়ে ১১টা পর্যন্ত হিলির চারমাথা মোড়ে সড়ক অবরোধ চলে।

হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

অবরোধকারীরা জানান,  হিলি স্থলবন্দরের যানজট নিরসনের দাবিতে সড়ক অবরোধে অংশগ্রহণ করেন রিকশা শ্রমিক, ইজিবাইক শ্রমিক, বাস শ্রমিকসহ আপামর সর্বসাধারণ এবং সকল দলের নেতা-কর্মীরা। একঘণ্টার এই সড়ক অবরোধে হিলির সঙ্গে দেশের বিভিন্ন স্থানের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এসময় হিলিকে যানজট মুক্ত করতে এবং সড়ক প্রসার করতে তারা দাবি জানান।

হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, ‘আমি সকল জনগণের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। যানজট হিলির জন্য একটা অভিশাপ। আগামী এক সপ্তাহের মধ্যে ট্রাক টার্মিনাল করতে হবে। যানজট নিরসনের ব্যবস্থা না হলে,আমরা আবারও কঠোর অবস্থানে যাবো।’

হাকিমপুর হিলি উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন জানান, যানজটের কারণে সাধারণ খেটে খাওয়া মানুষগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সকল প্রকার যোগাযোগ ব্যবস্থার অবনতি হচ্ছে। এর একটি সুরাহার প্রয়োজন।

এদিকে, সড়ক অবরোধ ঠেকাতে ছুটে আসেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য এমপি শিবলী সাদিক। তিনি অবরোধকারীদের আশ্বস্ত করে বলেন, ‘আমি স্থানীয় প্রশাসন, সড়ক কর্তৃপক্ষ, ইউএনও এবং জেলা প্রশাসকের সঙ্গে বসে হিলির যানজট নিরসন এবং সড়ক প্রসারের ব্যবস্থা করবো।’

সংসদ সদস্যের দেওয়া প্রতিশ্রুতিতে সড়ক অবরোধ তুলে নেন সর্বসাধারণ।

মোসলেম/রাখী চাকমা/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়