ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এরশাদের শাসনামলেই উন্নত বাংলাদেশের সূচনা: রসিক মেয়র

রংপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৪, ২০ মার্চ ২০২১  
এরশাদের শাসনামলেই উন্নত বাংলাদেশের সূচনা: রসিক মেয়র

রংপুর সিটি করপোরেশনের মেয়র ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলেই উন্নত বাংলাদেশের সূচনা হয়েছিল। ওই সময়টাই ছিল দেশের মানুষের জন্য স্বর্ণযুগ।’

শনিবার (২০ মার্চ) দুপুরে রংপুর নগরের দর্শনার পল্লী নিবাসে এরশাদের সমাধি প্রাঙ্গণে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৯২তম জন্মদিন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিটি মেয়র বলেন, ‘মানুষ এখনও এরশাদের শাসনামল ভুলে যায়নি। অথচ অপবাদ দেওয়া ব্যক্তিরাই আজ স্বৈরাচার বনে গেছে। দেশের তৃণমূল থেকে শুরু করে শহরে নগরে উন্নয়নের বীজ বপন করে গেছেন এরশাদ। তিনি নিজে প্রতিষ্ঠিত না হয়ে সাধারণ মানুষকে প্রতিষ্ঠিত করে গেছেন।’

মেয়র মোস্তাফিজার বলেন, ‘১৯৮৩-১৯৯০ সালের উন্নয়নই এরশাদের জনপ্রিয়তার কারণ। জেল জুলুম নির্যাতন করে তাকে কেউ দমাতে পারেনি। বরং জেলে থেকে পাঁচটি আসনে নির্বাচিত হয়ে তিনি প্রমাণ করেছেন সাধারণ মানুষের ভালোবাসাই বড় শক্তি। ‘আটষট্টি হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে’ স্লোগান দিয়ে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন এরশাদ দেখিয়েছেন। এ কারণে দেশের মানুষ এরশাদকে আজও ভুলতে পারেনি। আমি যতদিন বেঁচে থাকব, এরশাদের দলের সঙ্গে থাকব।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও মহানগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির সাধরণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামিম সিদ্দিকী প্রমুখ।

আমিরুল/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়