ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কৃষক হত্যা: ৪ জনের যাবজ্জীবন 

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৮, ২১ মার্চ ২০২১  
কৃষক হত্যা: ৪ জনের যাবজ্জীবন 

মানিকগঞ্জের শিবালয় উপজেলার জামসা গ্রামের কৃষক লালচান হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রোববার ( ২১ মার্চ)  দুপুরে মানিকগঞ্জ জেলা ও সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মীর রুহুল আমীন এই রায় দেন।  

মামলার এজাহারে বলা হয়েছে, মানিকগঞ্জের শিবালয়ের জামসা গ্রামে ৪০ শতাংশ জমি নিয়ে লালচান ও আসামিদের মধ্য বিরোধ ছিল। ২০১৫ সালের ২ এপ্রিল দুপুরে আসামিরা লালচানের জমির ধান নষ্ট করে দেওয়ার খবরে পেয়ে লাল চানকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্ব আহত করেন আসামি মো. জমির হোসেন, মো. জহুর আলী, সুমন হোসেন ও মতিয়ার রহমান। 

এরপর স্থানীয়রা লান চানকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি দেখে কতর্ব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু ঢাকা নেওয়ার পথেই লাল চানের মৃত্যু হয়। 

এই ঘটনায় ৩ এপ্রিল লালচানের বাবা জামাল কাজী বাদী হয়ে ১২ জনকে আসামি করে শিবালয় থানায় হত্যা মামলা দায়ের কারেন।

২০১৫ সালের ৫ সেপ্টেম্বর ১২ জনকে আসামি করে আদালতে চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা। আদালত ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর ৪ জনকে যাবজ্জীবন ও বাকিদের খালাসের আদেশ দেন।  

চন্দন/এনই 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়