ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৫, ২২ মার্চ ২০২১   আপডেট: ১৯:৫৮, ২২ মার্চ ২০২১
রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। দুই ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সোমবার (২২ মার্চ) বিকেল ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশন, রামু স্টেশন ও কক্সবাজার স্টেশনের চারটি ইউনিট কাজ করছে বলে জানান রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ তানজীম।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা বিকেল ৫টার দিকে বলেন, আগুন এখনও জ্বলছে। আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস, উখিয়া পুলিশ, এপিবিএন সদস্যরা কাজ করছেন। এখনও পর্যন্ত কী পরিমাণ বসতঘরের ক্ষতি হয়েছে তা জানা যায়নি।

রুবেল/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়