ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর ব্যবস্থা’

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:০৫, ২৫ মার্চ ২০২১   আপডেট: ০৮:১৬, ২৫ মার্চ ২০২১
‘রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর ব্যবস্থা’

কক্সবাজারের উখিয়ার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় কারো যদি কোন অবহেলা, ভুল-ত্রুটি বা দূরভিসন্ধি থাকে তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার পর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (২৪ মার্চ) দুপুরে উখিয়ার বালুখালীতে অগ্নিকাণ্ডে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘সরকার অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করেছে।  তদন্ত কমিটির প্রতিবেদন আমাদের কাছে আসবে।  আমরা সেটি যাচাই করে দেখবো।’

‘সেখানে যদি কারো ভুল-ত্রুটি পাওয়া যায়। কিংবা কেউ যদি কর্তব্যে অবহেলা করে থাকে। কিংবা যদি কারো দূরভিসন্ধি থাকে আগুন ধরানোর জন্য তাহলে অবশ্যই দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ব্যাপারে সরকার সহায়তার উদ্যোগ নিয়েছে। দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে বলে আশা করছি।’

জোর করে কোন রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে পাঠানো হবে না বলে এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন আসাদুজ্জামান খান।

তিনি বলেন, ‘আমরা ( সরকার ) জোর করে কাউকে ভাসানচরে নেবো না। যারা যেতে চেয়েছে ভাসানচরে তাদেরকে নিয়ে গিয়েছি। এখন ক্ষতিগ্রস্ত রোহিঙ্গারা যদি যেতে চান, তাহলে তাদের নেয়ার ব্যবস্থা নেয়া হবে। সেখানে তাদের (রোহিঙ্গা) জন্য অনেক সুন্দর ব্যবস্থা, অনেক ভাল ব্যবস্থা আছে। সেখানে রোহিঙ্গাদের আশ্রয়ের জন্য সবকিছু তৈরি রয়েছে।’

অগ্নিকাণ্ডের পর বিশ্ব সম্প্রদায়ের কাজ থেকে সহায়তার ব্যাপারে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান বলেন, ‘বিশ্ব সম্প্রদায়ের ইতিবাচক মনোভাব রয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের সবধরণের সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। সরকারের আবেদন হল মিয়ানমারে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে ব্যবস্থা নেবে।’

এর আগে দুপুর পৌনে ২ টায় স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা থেকে হেলিকপ্টার যোগে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অবতরণ করেন। এরপর ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ও স্থানীয়দের মাঝে র‌্যাবের পক্ষ থেকে ব্যবস্থা করা ত্রাণ সামগ্রী বিতরণ করেন। 

পরে মন্ত্রী বালুখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের কার্যালয় ও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টার যোগে ফিরে যান।

রুবেল/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়