ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পোড়াদহ-খুলনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৯, ২৫ মার্চ ২০২১   আপডেট: ০৯:২২, ২৫ মার্চ ২০২১
পোড়াদহ-খুলনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর পোড়াদহ-খুলনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (২৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে লাইনচ্যুত হওয়া চাকা পুনঃস্থাপন ও মেরামত করে চলাচলের উপযোগী করে রেলওয়ে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে পাকশী রেল বিভাগের বিভাগীয় প্রকৌশলী-১ বীরবল মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

বীরবল মণ্ডল জানান,  বুধবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে কুষ্টিয়ার পোড়াদহ রেল স্টেশন এলাকায় চলন্ত অবস্থায় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের এক বগির চার চাকা লাইনচ্যুত হয়। ট্রেনটি রাজশাহী থেকে ছেড়ে এসে গোপালগঞ্জ যাচ্ছিল। ইঞ্জিন বদলে বিপরীত লাইনে যাওয়ার সময় চারটি চাকা লাইনচ্যুত হয়।

এতে খুলনার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। এখন থেকে রুটিন অনুযায়ী ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।

কাঞ্চন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়