ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বেলকুচিতে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৫, ২৫ মার্চ ২০২১   আপডেট: ১৫:১৯, ২৫ মার্চ ২০২১
বেলকুচিতে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের বেলকুচিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের বায়নাগাঁতী উত্তর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ব‌্যক্তি সাইফুল ইসলাম (৪৫) বায়নাগাঁতী গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।  ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বানিয়াগাঁতী স্কুল কমিটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজ্জাক খান ও হেলাল মণ্ডল গ্রুপের দ্বন্দের জের ধরে সকালে রাজ্জাক খানের ওপর হেলাল গ্রুপের লোকজন হামলা করে। এরপর পাশের গ্রাম থেকে রাজ্জাক খানের লোকজন এলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।  এ সময় দুপক্ষই দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে অন্তত ৫ জন আহত হন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে গুরুতর আহত সাইফুলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

রাসেল/আরিফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়