ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে হামলা: সব ট্রেনের যাত্রাবিরতি স্থগিত, আটক ১৪

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৬, ২৭ মার্চ ২০২১   আপডেট: ১৩:৩৫, ২৭ মার্চ ২০২১
ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে হামলা: সব ট্রেনের যাত্রাবিরতি স্থগিত, আটক ১৪

ফাইল ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে মাদ্রাসাছাত্রদের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে সব ধরনের আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি স্থগিত করা হয়েছে।

এ ঘটনায় শনিবার (২৭ মার্চ) দুপুর সাড়ে ১২টায় ১৪ জনকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম।

ওসি আবদুর রহিম জানান, শুক্রবার বিকেলে হাটহাজারী মাদ্রাসাছাত্রদের ওপর হামলা ও  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে ভাঙচুর ও আগুনের ঘটনায় সিগন্যাল প্যানেল ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে এই স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি স্থগিত করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ১৪ জনকে আটক করেছে।

ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের স্টেশনমাস্টার শোয়েব আহমেদ জানান, রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) কার্যালয় থেকে শনিবার সকালে সব ট্রেনের যাত্রাবিরতি স্থগিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। আজ যারা এই স্টেশন থেকে যাত্রার জন্য টিকিট কেটেছিলেন, তাদের টাকা ফেরত দেওয়া হবে। তবে আজ সকাল ১১টায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতি ট্রেনে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন পরিদর্শনে আসেন রেলের বাণিজ্যিক কর্মকর্তা আমিনুল ইসলাম সাজ্জাত।

রুবেল/বুলাকী ‍

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়