ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গোপালগঞ্জে দোল পূর্ণিমা পালিত

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৭, ২৮ মার্চ ২০২১   আপডেট: ১৭:৩৮, ২৮ মার্চ ২০২১
গোপালগঞ্জে দোল পূর্ণিমা পালিত

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গোপালগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের দোল পূর্ণিমা বা হোলি উৎসব পালিত হয়েছে। 

রোববার (২৮ মার্চ) দোল পূর্ণিমা উপলক্ষে জেলার বিভিন্ন মন্দির ও বাসাবাড়িতে পূজা, হোমযজ্ঞ, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও পুরোহিতের ঘণ্টার ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।

পরে সনাতন ধর্মাবলম্বীরা একে অপরকে আবির ও রং লাগিয়ে দেন। শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ রঙ খেলায় মেতে ওঠে। দোল পূর্ণিমা সনাতন ধর্মের বৈষ্ণবদের উৎসব। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী এ দিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাঁধিকা এবং তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। সেই ঘটনা থেকে দোল খেলার উৎপত্তি।

গোপালগঞ্জ পূঁজা উদযাপন পরিষদের সভাপতি ডা. অসিত কুমার মল্লিক বলেন, করোনার কারণে এবার সীমিত আকারে দোল পূর্ণিমা পালিত হচ্ছে। জেলার বিভিন্ন মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের পূঁজা আর্চনা অনুষ্ঠিত হয়েছে। 
 

বাদল/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়