ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

স্কুল কমিটি গঠনকে কেন্দ্র করে হামলা, বাবা-ছেলে আহত

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৭, ২৯ মার্চ ২০২১   আপডেট: ০৮:৩৯, ২৯ মার্চ ২০২১
স্কুল কমিটি গঠনকে কেন্দ্র করে হামলা, বাবা-ছেলে আহত

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৮ মার্চ)  রাত ৮টার দিকে উপজেলার ছাতিয়ান কালিতলা বাজারে এ হামলার ঘটনা ঘটে।

সোমবার (২৮ মার্চ) সকালে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

আহতরা হলেন— গোলজার আলী (৭০) ও তার ছেলে সবুজ (২৩)। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য সরুজ্জামান সুমনের চাচাতো ভাই গোলজার আলী।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য উজ্জল হোসেন জানান, রাত ৮টার দিকে গোলজার আলী ও তার ছেলে সবুজ রোকেয়া মেডিক‌্যাল হলের পাশে বসে ছিলেন। এসময় প্রধান শিক্ষক আহাদ আলীর সমর্থক লোকমান হোসেন, সুমন, শহিদুল, মহিবুল, আমিন, দেলশাদসহ ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল তাদের ওপর আক্রমণ করে। এতে গোলজার আলী ও তার ছেলে সবুজ গুরুতর আহত হন।

পরে স্থানীয় জনগণ তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদ আলী ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করে বলেন, ‘আমি বিদ্যালয়ে চাকরি করি। কমিটি গঠনকে কেন্দ্র করে বিবাদমান ২টি গ্রুপের কোনটার সঙ্গেই আমার সম্পর্ক নেই।’

ওসি গোলাম মোস্তফা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন‌্যদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

কাঞ্চন/রাখী/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়