ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চট্টগ্রামে অবৈধ সেগুনকাঠ বোঝাই কাভার্ডভ্যান আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪০, ৩০ মার্চ ২০২১  
চট্টগ্রামে অবৈধ সেগুনকাঠ বোঝাই কাভার্ডভ্যান আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ফৌজদারহাট ফরেস্ট চেক স্টেশনে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ বোঝাই একটি কাভার্ডভ্যান আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশনায়, ফৌজদারহাট চেক স্টেশন কর্মকর্তা শাহানশাহ নওশাদের নেতৃত্বে অভিযান চালিয়ে কাভার্ডভ‌্যানটি আটক করা হয়। উদ্ধারকৃত কাঠের আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা।

ফৌজদারহাট স্টেশন কর্মকর্তা শাহানশাহ নওশাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশনের টহল দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকা অভিমুখী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১৮-১৩৮৬) আটক করে। পরে কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা।

অবৈধ কাঠসহ কাভার্ডভ্যানটি ফৌজদারহাট চেক স্টেশন হেফাজতে জব্দ করা হয়েছে। এ ব্যাপারে এবং বন মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

রেজাউল করিম/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়