ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঠাকুরগাঁও পৌরসভার স্থগিত হওয়া ওয়ার্ডয়ে ভোটগ্রহণ চলছে

ঠাকুরগাঁও সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ৩১ মার্চ ২০২১  
ঠাকুরগাঁও পৌরসভার স্থগিত হওয়া ওয়ার্ডয়ে ভোটগ্রহণ চলছে

ঠাকুরগাঁও সদর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোটগ্রহণ চলছে।

বুধবার (৩১ মার্চ) নিশ্চিন্তপুর আইডিয়াল হাইস্কুলে পুরুষ ও মহিলার দুইটি আলাদা কেন্দ্রের মোট ১৭টি বুথে সকাল ৮টা থেকে কাউন্সিলর পদে ভোটগ্রহণ শুরু হয়।

এ ওয়ার্ডে মোট ভোটারের সংখ্যা ৫৭৫৮ জন। তার মধ্যে— পুরুষ ভোটারের সংখ্যা ২৮৫৩ জন ও মহিলা ভোটারের সংখ্যা ২৯০৫ জন। এ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ছয় প্রার্থী।

ঠাকুরগাঁও উপজেলা রিটার্নিং অফিসার রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করছেন।

রিটার্নিং অফিসার বলেন, ‘ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এখানে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ, আনসার বাহিনীর সদস্যরা মোতায়েন করা রয়েছে। ভোটার উপস্থিতি সন্তোষজনক। আশা করি সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে একটি সুন্দর দিন কাটাবো আমরা।’

উল্লেখ্য যে, গত ১৪ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে এ ওয়ার্ডের মো. মইনুল ইসলাম নামে এক কাউন্সিলর প্রার্থী গত ৩০ জানুয়ারি অসুস্থজনিত কারণে ইন্তেকাল করেন। এজন‌্য ওয়ার্ডটিতে কাউন্সিলর পদে ভোট স্থগিত করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

পরে ভোট গ্রহণের জন্য পুনরায় নির্ধারিত তারিখ ঠিক করে কাউন্সিলর পদে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

হিমেল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়