ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

১৪ দিনের জন্য বন্ধ রাঙামাটির পর্যটন কেন্দ্র 

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫০, ৩১ মার্চ ২০২১  
১৪ দিনের জন্য বন্ধ রাঙামাটির পর্যটন কেন্দ্র 

ফাইল ছবি

রাঙামাটির সব পর্যটন কেন্দ্র ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

বুধবার (৩১ মার্চ) বিকাল ৫টায় রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভায় জেলা প্রশাসক মো. মিজানুর রহমান এ ঘোষণা দেন।

রাঙামাটির জেলা প্রশাসক বলেন, ‘দেশব্যাপী করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের নির্দেশনা মোতাবেক রাঙামাটির সব পর্যটন কেন্দ্র দুই সপ্তাহের জন্য বন্ধ থাকবে। এর পাশাপাশি সব ধরনের পরিবহনে ৫০ ভাগ যাত্রী পরিবহন করতে হবে। প্রত্যেক যাত্রীকে মাস্ক পরিধান করতে হবে ও স্বাস্থ্যবিধি মেনে যাতায়াত করতে হবে। এ জন্য পরিবহন মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে।’

জেলা প্রশাসক জানান, রাঙামাটিতে সব ধরনের সভা-সমাবেশ, ও সামাজিক অনুষ্ঠানও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনগণ যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে এবং সামাজিক দূরত্ব বজায় রাখে সেজন্য প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালিত হবে। প্রতিদিন রাত আটটায় জেলার সব দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেট বন্ধ থাকবে। হোটেল-মোটেলে অর্ধেক টেবিল চেয়ার তুলে রেখে ভোক্তাদের সেবা প্রদান করতে হবে। এছাড়া সব আবাসিক হোটেল বন্ধ রাখতে হবে।

বুধবার বিকালে জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন মিয়া, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য বাদল দে, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, এএসপি মো. মারুফ আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান।

এছাড়া রাঙামাটি পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজয় ধর/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়