Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২১ অক্টোবর ২০২১ ||  কার্তিক ৫ ১৪২৮ ||  ১৩ রবিউল আউয়াল ১৪৪৩

ধামরাইয়ে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭

সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০১, ১ এপ্রিল ২০২১  
ধামরাইয়ে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭

ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর।

বৃহষ্পতিবার (১ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কেলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

প্রাথমিকভাবে আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ন কবির জানান, ঢাকাগামী এসবি লিংক নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে আরিচাগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন মাইক্রোবাস চালক। এছাড়া আরও অন্তত পাঁচ জন আহত হয়েছেন।

সাব্বির/সনি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়