ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইউপি নির্বাচন নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২০

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৬, ২ এপ্রিল ২০২১   আপডেট: ১১:১৬, ২ এপ্রিল ২০২১
ইউপি নির্বাচন নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২০

সংঘর্ষে আহত এক নারী

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় নির্বাচনকে কেন্দ্র করে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আসাদ শেখ (৭০) নামে বৃদ্ধ নিহত হয়েছেন। এতে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।  

বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যায় গোপালগঞ্জের পাশের বাগেরহাটের চুনখোলা ইউনিয়নের শাশন গ্রামে সংঘর্ষ হয়। মোল্লারহাট থানার উপপরিদর্শক (এসআই) মো. আসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আসাদ শেখ চুনখোলা ইউনিয়নের শাশন গ্রামের মত কালাই শেখের ছেলে। তিনি গোপালগঞ্জ শহরের নবীনবাগ এলাকায় বসবাস করতেন।

পুলিশের উপ-পরিদর্শক মো, আসলাম জানান, সন্ধ্যায় চুনখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান ইউপি সদস্য মো. মামুন শেখ এবং নতুন ইউপি প্রার্থী কিবরিয়া শরিফের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বর্তমান ইউপি সদস্য মো. মামুন শেখের সমর্থক মো. আসাদ শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করা হয়। উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারাত্মক আহত মো. আসাদ শেখকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহতদের গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও মোল্লারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপ-পরিদর্শক মো, আসলাম জানান, এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাদল/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়