ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনায় চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৩, ২ এপ্রিল ২০২১   আপডেট: ১৭:৫৭, ২ এপ্রিল ২০২১
করোনায় চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তার মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামের জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান খান মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার (২ এপ্রিল) ভোর রাতের দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম।

চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান খান সর্দি জ্বরে আক্রান্ত হন। পরে চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে করোনা পরীক্ষায় তার করোনা পজিটিভ শনাক্ত হয়। দুই দিন পূর্বে তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে শুক্রবার ভোররাতের দিকে তার মৃত্যু ঘটে।

তার মরদেহ কুমিল্লায় গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। সেখানেই তাকে দাফন করা হবে। এদিকে জেলা নির্বাচন কর্মকর্তার আকস্মিক মৃত্যুতে চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়ে সকলের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মিথুন/রেজাউল/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়