ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

টাঙ্গাইলে ঝুঁকিপূর্ণ সেতুতে পারাপার

টাঙ্গাইল প্রতিনিধ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৪, ২ এপ্রিল ২০২১  
টাঙ্গাইলে ঝুঁকিপূর্ণ সেতুতে পারাপার

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন খালের ওপর নির্মিত সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নাগরপুর থেকে দরগ্রাম সড়কে চলাচলকারী মানুষ ঝুঁকি নিয়ে সেতু পার হচ্ছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, সেতুর মাঝখানে ডেবে গেছে। দুইপাশের রেলিং ভেঙে গেছে। বেশিরভাগ পিলারের পলেস্তারা খসে গেছে। বেরিয়ে গেছে রড। কয়েকদিন আগে একপাশে ভেঙে ডেবে গেলেও ঝুঁকি নিয়ে পার হচ্ছে পথচারী ও যানবাহন। যে কোনো সময় সেতুটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সেতুর পাশের মুদি দোকানদার আব্দুস ছালাম (৬৯) জানান, বাংলাদেশ স্বাধীনের আগে সেতুটি নির্মিত হয়। এত বছরে শুধু রেলিং রঙ করা ছাড়া সংস্কার করা হয়নি।

আজাদ নামে আরেক ব্যক্তি বলেন, সেতুটির ওপর দিয়ে চলাচলের সময় ভয়ে থাকতে হয়, কখন যেন এটি ভেঙে পড়ে।

উপজেলা এলজিইডি প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, ‘পাশে বিকল্প রাস্তা নেই। তাই জনসাধারণকে অনুরোধ করছি, তারা যেন আপাতত নাগরপুর চৌরাস্তা হয়ে হাসপাতালের মাঠের পাশ দিয়ে চলাচল করেন।’

তিনি জানান, সেতুটি পুনর্নির্মাণের চেষ্টা চলছে। খুব দ্রুত পুনর্নির্মাণ সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

কাওছার/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়