ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহন পারাপার স্বাভাবিক

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৫, ৪ এপ্রিল ২০২১   আপডেট: ১২:০২, ৪ এপ্রিল ২০২১
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহন পারাপার স্বাভাবিক

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এ নৌরুটে ১৬ ফেরির মধ্যে ১৫ ফেরি দিয়ে যানবাহন ও সাধারণ যাত্রী পারাপার করছে।

তবে আগামীকাল থেকে সারাদেশে লকডাউন থাকায় দুপুরের পর থেকে পাটুরিয়া ঘাট এলাকায় চাপ বাড়তে পারে।

রোববার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো.সালাম হোসেন বিষয়টি জানিয়েছেন।

চুয়াডাঙ্গাগামী নাফিস মাহমুদ নামের এক যাত্রী বলেন, ‘ভেবেছিলাম লক ডাউনের খবরের পর হয়তো পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের বাড়তি চাপ পড়বে। তবে ঘাট এলাকায় যানবাহনের তেমন চাপ নেই। অন্যান্য দিনের মতো সব কিছুই স্বাভাবিক রয়েছে।’

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, ঘাটের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যদি সাধারণ মানুষের বাড়তি চাপ পড়ে সেক্ষেত্রে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

বিআইডব্লিটিসি আরিচা কার্যালয়ের কার্যালয়ের ব্যবস্থাপক ( বাণিজ্য) মো. সালাম হোসেন জানান,পাটুরিয়া ঘাট এলাকায় ৩০টির মতো পরিবহন বাস ও একশোটির মতো পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। ছোট গাড়ির লেনে তেমন কোনো গাড়ি নেই। অফিস ছুটির পর বিকেলের দিকে চাপ বাড়ার সম্ভাবনা আছে বলেও জানান তিনি।

চন্দন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়