ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: ৫ নারীর মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৮, ৪ এপ্রিল ২০২১   আপডেট: ১২:০৪, ৫ এপ্রিল ২০২১
শীতলক্ষ্যায় লঞ্চডুবি: ৫ নারীর মরদেহ উদ্ধার 

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অর্ধশতাধিক যাত্রীসহ লঞ্চ ডুবির ঘটনায় ৫ নারীর মরদেহ উদ্ধার হয়েছে৷ রোববার (৪ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টার দিকে সদর উপজেলার চর সৈয়দপুর এলাকায় কোস্টার জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে যায়। 

নারায়ণগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল আলম জানান, সাবিত আল হাসান নামে যাত্রীবাহী লঞ্চটি ডুবে যায়। চর সৈয়দপুর এলাকায় শীতলক্ষ্যায় নির্মাণাধীন সেতুর কাছাকাছি স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

ডুবে যাওয়া লঞ্চের একজন নারী যাত্রীর মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়েছে৷ নারী যাত্রী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. আসাদুজ্জামান।

এদিকে, বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার জানান, উদ্ধারকারীরা ডুবে যাওয়া লঞ্চটি শনাক্ত করেছে। লঞ্চের ভেতর থেকে আরো চার নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে পাঁচ নারীর মরদেহ উদ্ধার হলো।

নারায়ণগঞ্জ জেলা লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি মনিরুজ্জামান রাজা জানান, লঞ্চটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল৷ লঞ্চটি ৫টা ৫৬ মিনিটে নারায়ণগঞ্জ টার্মিনাল থেকে ছেড়ে যায়৷ আনুমানিক সোয়া ৬টার দিকে এসকে থ্রি নামক কোস্টার জাহাজ পেছন থেকে লঞ্চে ধাক্কা দেয়৷ ডুবে যাওয়া লঞ্চের মালিকের নাম আলাল হোসেন৷ 

*শীতলক্ষ্যায় লঞ্চডুবি: উদ্ধার কাজ শুরু 

*শীতলক্ষ্যায় অর্ধশতাধিক যাত্রীসহ লঞ্চডুবি 


 

রাকিব/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়