ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:২৬, ৫ এপ্রিল ২০২১   আপডেট: ০০:৩৪, ৫ এপ্রিল ২০২১
শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় বিআইডব্লিউটিএ’র নৌ-ট্রাফিক পুলিশের পরিচালক রফিকুল ইসলামকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ পর্যন্ত ৫ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নারায়ণগঞ্জ লঞ্চঘাট থেকে এম ভি হাবিব আল হাসান নামে যাত্রীবাহি লঞ্চ মুন্সিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। বিকেল ৫টা ৫৬ মিনিটে শীতলক্ষ্যা নদীতে সৈয়দপুর কয়লা ঘাট এলাকায় পৌঁছালে এস কে থ্রি নামক লাইটার জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে যায়। বৈরি আবহাওয়ার কারণে বিঘ্ন ঘটে উদ্ধার অভিযানে।

রাত ১০টার পর বৃষ্টি ও ঝোড়ো হাওয়া কমলে শুরু হয় উদ্ধার অভিযান। ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, বিআইডাব্লিউটিএ নৌবাহিনীর ডুবুরি নিয়ে শুরু করে উদ্ধার অভিযান। যা এখনো চলছে।

ইতোমধ্যে উদ্ধারকারীরা ডুবে যাওয়া লঞ্চটি শনাক্ত করেছেন।

আরও পড়ুনশীতলক্ষ্যায় লঞ্চডুবি: ৫ নারীর মরদেহ উদ্ধার

রাকিব/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়