ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জেনারেটরে জ্বালানি ভরার সময় মসজিদের খাদেম অগ্নিদগ্ধ

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৯, ৫ এপ্রিল ২০২১   আপডেট: ০৮:৩২, ৫ এপ্রিল ২০২১
জেনারেটরে জ্বালানি ভরার সময় মসজিদের খাদেম অগ্নিদগ্ধ

নরসিংদীতে মসজিদের জেনারেটরে মোমবাতি হাতে জ্বালানি তেল ভরার সময় মো. বাদল মিয়া (৪০) নামে মসজিদের এক খাদেম অগ্নিদগ্ধ হয়েছেন।

রোববার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া সংগীতা এলাকার বাইতুল ইসলাম জামে মসজিদে এই দুর্ঘটনা ঘটে।

সোমবার (৫ এপ্রিল) নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুল ইসলাম।

অগ্নিদগ্ধ মো. বাদল মিয়া ঘোড়াদিয়া সংগীতা এলাকার মৃত ঠেলা মিয়ার ছেলে।

স্থানীয় লোকজন ও অগ্নিদগ্ধ ব্যক্তির স্বজনরা জানান, সন্ধ্যা ৭টার দিকে ঘোড়াদিয়া এলাকার দুটি দোকানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ওই আগুন নেভানোর সময় পুরো এলাকাটির বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ওই মসজিদটির অবস্থান। স্থানীয় মুসল্লিরা এশার নামাজ পড়তে যখন ওই মসজিদে আসতে শুরু করেন তখন বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। ৭টা ৫০ মিনিটের দিকে মসজিদটির খাদেম মো. বাদল মিয়া এক হাতে মোমবাতি নিয়ে অন্য হাতে জেনারেটরে ডিজেল ভরছিলেন। ওই সময় মোমবাতির আগুন ওই ডিজেলে লেগে আগুন লাগে। এতে মো. বাদল মিয়া অগ্নিদগ্ধ হন। উপস্থিত লোকজন দ্রুত তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠান।

চিকিৎসক আশরাফুল ইসলাম জানান, অগ্নিদগ্ধ মো. বাদল মিয়াকে হাসপাতালে আনার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আগুনে তার পিঠের ১০ শতাংশসহ শরীরের মোট ৩০ শতাংশ পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর ঢাকা মেডিক‌্যাল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

মাহমুদ/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়