ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫১, ৫ এপ্রিল ২০২১   আপডেট: ০৯:৫৫, ৫ এপ্রিল ২০২১
ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

নাটোরে ঝড় ও শিলাবৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষক। সদ্য গুটি আসা আম, আমের মুকুল, রসুন ও ধান নিয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছেন তারা।

রোববার (৪ এপ্রিল) বিকেলে নাটোর সদরে শুরু হয় ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি। প্রায় আধাঘণ্টা ধরে চলে এই ঝড়-বৃষ্টি আর বজ্রপাত। জেলার সিংড়া উপজেলার বেশ কিছু এলাকায় প্রায় আধা ঘণ্টা ভারী ও হালকা বৃষ্টির সঙ্গে প্রচুর শিলাও পড়ে। ঝড়ে অনেক গাছপালা ও ঘরবাড়ি ভেঙে পড়ে। সিংড়া উপজেলার ছাতারদীঘি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ধান গাছ নুয়ে পড়েছে। ঘরের টিন ফুটো হয়ে গেছে শিলাবৃষ্টিতে।

ছাতারদীঘি ইউনিয়নের ভুলবাড়িয়া গ্রামের কৃষক সৈয়দ রাফি জানান, ঝড়ে বোরো ধানের অনেক ক্ষতি হয়েছে। ঘরের চাল ফুটো হয়ে গেছে। আমরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি।

এদিকে বৈশাখ শুরু না হতেই হঠাৎ কালবৈশাখীর হানায় মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। এই ঝড়কে বছরের শুরুতে প্রকৃতির অশনিসংকেত বলে মন্তব্য করছেন কেউ কেউ।

এ ব্যাপারে কৃষি বিভাগের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

আরিফুল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়