ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

টাঙ্গাইলে চুরি হওয়া শিশু উদ্ধার, গ্রেপ্তার ৩

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫০, ৬ এপ্রিল ২০২১   আপডেট: ০৯:৫৫, ৬ এপ্রিল ২০২১
টাঙ্গাইলে চুরি হওয়া শিশু উদ্ধার, গ্রেপ্তার ৩

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় গভীররাতে সিঁধ কেটে ঘরে ঢুকে মাকে বেঁধে চুরি করা শিশুটি উদ্ধার হয়েছে। 

মঙ্গলবার (৬ এপ্রিল) ভোরে দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া গ্রাম থেকে পুলিশ বুরো অব ইনভেস্টিকেশন (পিবিআই) ও সখীপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে শিশুটি উদ্ধার করে। 

পিবিআই টাঙ্গাইলের এসআই মেহাম্মদ আশরাফ উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটি বর্তমানে টাঙ্গাইলে পিবিআই’র হেফাজতে রয়েছে।

এসআই মেহাম্মদ আশরাফ উদ্দিন খান জানান, সখীপুর থানা পুলিশ ও পিবিআই যৌথভাবে সোমবার (৫ এপ্রিল) রাত ১০ থেকে অভিযান শুরু করে। মঙ্গলবার (৬ এপ্রিল) ভোরে শিশুটি উদ্ধার হয়। শিশুটি বিক্রি করার জন্য তারা জাঙ্গালিয়া গ্রামে নিয়ে রেখেছিল। এখন শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। 

এ ঘটনায় কালিহাতীর হাবলা গ্রামের পরান ডাকাত ও তার স্ত্রীসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বুধবার (৩১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে সখীপুর উপজেলার শোলা প্রতিমা গ্রামের আছর উদ্দিনের ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা তার স্ত্রী কল্পনা আক্তারের মুখ বেঁধে আড়াই মাসের শিশু জুনায়েদকে চুরি করে নিয়ে যায়। বৃহস্পতিবার (১ এপ্রিল) কল্পনা আক্তার বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেন।
 

কাওছার/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়