ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জাটকা বিক্রির দায়ে ২ জনের কারাদণ্ড 

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ৬ এপ্রিল ২০২১  
জাটকা বিক্রির দায়ে ২ জনের কারাদণ্ড 

মানিকগঞ্জে জাটকা ইলিশ বিক্রির দায়ে দুই আড়ৎদারকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইকবাল হোসেন মৎস্য আড়তে অভিযান চালান। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার তরা গ্রামের সন্তোষ রাজবংশীর ছেলে সুশান্ত রাজবংশী (৪১) ও হরিরামপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের রহিদাস হালদারের ছেলে রঞ্জিত হালদার (৫৮)। 

বিষয়টি নিশ্চিত করে ইউএনও মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, সরকারি আদেশ অমান্য করে জাটকা ইলিশ বিক্রির উদেশ্যে প্রদর্শন করায় কারাদণ্ড দেওয়া হয়েছে। ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 
 

চন্দন/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়