ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

গণপরিবহন বন্ধ: অননুমোদিত যানবাহনে যাত্রী পরিবহন

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৮, ৬ এপ্রিল ২০২১  
গণপরিবহন বন্ধ: অননুমোদিত যানবাহনে যাত্রী পরিবহন

লকডাউনের দ্বিতীয় দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বন্ধ রয়েছে দূর পাল্লার গণপরিবহন চলাচল। সেই সুযোগে অননুমোদিত যানবাহনে দেদারছে যাত্রী পরিবহন করা হচ্ছে। 

মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ চিত্র দেখা গেছে।

যাত্রীদের অভিযোগ, সরকার লকডাউন ঘোষণা করলেও বেসরকারি প্রতিষ্ঠান ও শিল্প কারখানা বন্ধ করেনি। ফলে জীবিকা টিকিয়ে রাখতে তাদের বিভিন্ন গন্তব্যে যেতে হচ্ছে। 

কুরবান আলী নামে এক যাত্রী বলেন, ‘মহাসড়কে পরিবহন সংকট রয়েছে। আবার যাত্রীদের চাপও রয়েছে। তাই গন্তব‌্যে যেতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে।’ 

অপর যাত্রী জব্বার বলেন, ‘সংক্রমণের ঝুঁকি নিয়েই মাইক্রোবাস, পিকআপ, খোলা ট্রাক বা মোটরসাইকেলে করে গন্তব‌্যে যেতে হচ্ছে। গণপরিবহন না থাকায় গাদাগাদি করেই যাচ্ছে যাত্রীরা। এ ছাড়া কোনো উপায়ও নেই। বরং এভাবে যাতায়াতে করতে গিয়ে করোনার ঝুঁকি বাড়ছে।’

পিকআপ চালক আশরাফ জানান, মালামালের পাশাপাশি কিছু কিছু লোকজনও নেওয়া হচ্ছে। তবে সেটা তাদের অনুরোধেই নেওয়া হচ্ছে। কাউকে জোর করা হচ্ছে না। বরং বিপদে পড়া মানুষের উপকার হচ্ছে। পাশাপাশি বাড়তি কিছু উপার্জন হচ্ছে।

এদিকে মহাসড়কে পুলিশের উপস্থিতি থাকলেও দায়িত্বরত কেউ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

কাওছার/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়