ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সিঁদ কেটে শিশু চুরি: ৫০ হাজার টাকায় বিক্রি

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৮, ৬ এপ্রিল ২০২১   আপডেট: ১৭:৪৪, ৬ এপ্রিল ২০২১
সিঁদ কেটে শিশু চুরি: ৫০ হাজার টাকায় বিক্রি

টাঙ্গাইলের সখীপুরে সিঁদ কেটে ঘরে ঢুকে মাকে বেঁধে চুরি করা শিশু জুনায়েদকে ৫০ হাজার টাকায় বিক্রি করেছিল দুর্বৃত্তরা।

এ ঘটনার ছয়দিন পর মঙ্গলবার (৬ এপ্রিল) ভোরে দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া গ্রাম থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করে পুলিশ। এসময় তিন জনকে গ্রেপ্তারও করা হয়। গ্রেপ্তারের পর এসব তথ্য জানা যায়। 

পুলিশ বুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৩১ মার্চ বুধবার দিবাগত রাত ৩টার দিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলার শোলা প্রতিমা এলাকার ট্রাক চালক আছর উদ্দিনের ঘরে সিঁদ কেটে প্রবেশ করে দুর্বৃত্তরা। আছর উদ্দিনের স্ত্রী কল্পনা আক্তারের মুখ বেঁধে আড়াই মাসের শিশু জোনায়েদকে চুরি করে পালিয়ে যায় তারা। 

ঘটনার পরের দিন বৃহস্পতিবার (১ এপ্রিল) শিশুর মা কল্পনা আক্তার বাদি হয়ে সখীপুর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ বুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও সখীপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে।

জুনায়েদের মা কল্পনা আক্তার বলেন, ‘আমার ঘরে দুজন লোক প্রবেশ করে। একজন গামছা দিয়ে আমার মুখ চেপে ধরে, আরেকজন ছেলেকে নিয়ে পালিয়ে যায়। এরপর আমি জ্ঞান হারাই। তারপরে কী হয়েছে আমি সঠিক বলতে পারব না। ছয় দিন পর জীবিত অবস্থায় আমার ছেলেকে পেয়ে আমি খুব খুশি। পুলিশ ভাইদের ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না।’

শিশুর বাবা আছর উদ্দিন বলেন, ‘ছেলে চুরি হওয়ার সংবাদ শোনার পর আমি খুব ভেঙ্গে পড়ি। খুব চিন্তায় ছিলাম। কান্নাকাটি করছি আর আল্লাহকে ডেকেছি। অবশেষে পুলিশের সহযোগিতায় আমার সন্তানকে ফিরে পেয়েছি। আমরা অনেক খুশি।’

প্রতিবেশী হাসমত আলী বলেন, ‘জুয়ায়েদ চুরি হওয়ার পর তার বাবা-মা সবসময় কান্নাকাটি করতেন। তার মাকে একাধিকবার স্যালাইন দিয়ে রাখা হয়। জুনায়েদকে ফিরে পেয়ে তারা বাবা-মা খুব খুশি হয়েছে।’

টাঙ্গাইলের পিবিআই’র পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমিন বলেন, ‘তথ্য প্রযুক্তি ব্যবহার করে সখীপুর থানা পুলিশ ও পিবিআইয়ের যৌথ উদ্যোগে এবং দেলদুয়ার থানা পুলিশের সহযোগিতায় সোমবার (৫ এপ্রিল) দিবাগত রাত ১০টা থেকে অভিযান পরিচালনা করা হয়। পরে মঙ্গলবার (৬ এপ্রিল) ভোরে শিশুটিকে উদ্ধার করা হয়।’

কাওছার/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়