ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

লু হাওয়ায় শাল্লার হাওরে বোরো ধানের ক্ষতি

সুনামগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫২, ৭ এপ্রিল ২০২১   আপডেট: ১১:১৬, ৭ এপ্রিল ২০২১
লু হাওয়ায় শাল্লার হাওরে বোরো ধানের ক্ষতি

আকস্মিক বয়ে যাওয়া লু হাওয়ায় সুনামগঞ্জের শাল্লা উপজেলার হাওরে বোরো ধানের ক্ষতি হয়েছে। রোববার (৪ এপ্রিল) বিকেলে ৪ ঘণ্টার গরম বাতাসে কয়েক হেক্টর জমির ধানের শীষ নষ্ট হয়। এতে কৃষকরা দুশ্চিন্তায় পড়েছেন। 

হাওরের কৃষকরা জানান, কিছু দিন আগে বোরো ধানগাছ শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়। এরপর গরম বাতাসে ধানের শীর্ষ নষ্ট হলো। এর আগে হাওরে পোকার উপদ্রব হয়।

গরম বাতাস ও শিলাবৃষ্টিতে উপজেলার ঘাতুয়া হাওর, খলার হাওর, ভেড়াডহর ছাগল নাইয়া হাওর, ভান্ডারবিল হাওর, উদগল হাওরের ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।

কৃষক প্রবোধ সরকার জানান, এবার তিনি ছায়ার হাওরে ৯ হেক্টর জমিতে বোরো ধান চাষ করেছেন। এরমধ্যে তিন হেক্টরে ধানের শীষকাটা লেদাপোকার আক্রমণ হয়।

কৃষক শান্ত কুমার দাস জানান, বেশি ফলনের আশায় হাওরে তিনি হাইব্রিড জাতের ধান চাষ করেন। গত রোববার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত গরম বাতাস ছিল। সকালে রোদ ওঠার পর হাওরে গিয়ে দেখেন, ধানের শীষ শুকিয়ে যাচ্ছে। ঋণ করে ফসল করেছেন। ধানের ক্ষতি হলে কীভাব  ঋণ পরিশোধ করবেন। সংসার চালাবেন কী করে।

শাল্লা উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম মবিউজ্জামান চৌধুরী জানান, শাল্লা উপজেলায় ২১ হাজার ৯৩৫ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। এর মধ্যে বেশিভাগ হাইব্রিড জাতের ধান। কয়েকদিন আগে হাওরে ১০ হেক্টর জায়গা দিয়ে হঠাৎ গরম দমকা বাতাস বয়ে যায়। এ গরম বাতাসে হাওরে ৩ হেক্টর জমি ক্ষতি হয়েছে। শিষকাটা লেদাপোকা আক্রমণেও তেমন ক্ষতি হয়নি। কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে পোকার আক্রমণ কীভাবে দমন করা যায়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ফরিদুল হাসান বলেন, জেলায় বোরো ধানের ফলন ভালো হয়েছে। কিছুদিন আগে শিলাবৃষ্টিতে কিছু ধানক্ষেত ক্ষতিগ্রস্ত হয়। এরপর কয়েকদিন আগে সুনামগঞ্জ, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন জেলা দিয়ে গরম দমকা বাতাস বয়ে যায়। গরম বাতাসে শাল্লার হাওরে ৩ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।  
 

আমিন/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়