ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মানিকগঞ্জে করোনা আক্রান্ত ২ হাজার ছাড়িয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০১, ৭ এপ্রিল ২০২১  
মানিকগঞ্জে করোনা আক্রান্ত ২ হাজার ছাড়িয়েছে

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায ১১ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। এতে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭ জনে।

বুধবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রফিকুন্নাহার বন্যা এ তথ্য জানান।

ডা. রফিকুন্নাহার বন্যা জানান, সোমবার (৫ এপ্রিল) ৬৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। এসব নমুনার প্রাপ্ত ফলাফলে ১১ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

জেলায় আক্রান্ত ১১ জনের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ছয়জন, সিংগাইর উপজেলায় দুইজন, সাটুরিয়া, দৌলতপুর ও শিবালয় উপজেলায় একজন করে রোগী রয়েছেন।

জেলায় করোনায় আক্রান্ত ২ হাজার ৭ জন রোগীর মধ্যে ১ হাজার ৮৪৪ জন সুস্থ হয়েছেন। বাকিরা বিভিন্ন হাসপাতালে ও নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে বলে জানান মেডিকেল অফিসার ডা. রফিকুন্নাহার বন্যা।

চন্দন/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়