ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মধ্যরাতে সাভারের বাজারে আগুন

সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ৭ এপ্রিল ২০২১  
মধ্যরাতে সাভারের বাজারে আগুন

ঢাকার সাভারে ঐতিহ্যবাহী আশুলিয়ার শিমুলিয়া গ্রামীণ বাজারে মধ্যরাতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের এক ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে আগুন লাগে। আগুনে টিনশেডের তৈরি আধাপাকা ১০টি দোকান ও ভিতরে থাকা মালামাল পুড়ে যায়।

ফায়ার সার্ভিস জানায়, মধ্যরাতে অগ্নিকাণ্ডের খবরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ও ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে বাজারের ১০টি দোকান পুড়ে যায়। কিন্তু আগুন চারদিকে ছড়িয়ে পড়ার আগে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, অন্তত ১০টি দোকান পুড়ে গেছে। এতে ব্যবসায়ীদের ২০-২৫ লাখ টাকা ক্ষতি হয়েছে। তবে ব্যবসায়ীদের দাবি, তাদের ক্ষতির পরিমাণ আরও বেশি।

একটি দোকানের ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তারের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর্ আলম।

সাব্বির/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়