ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: আটক ১৪

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ৮ এপ্রিল ২০২১   আপডেট: ১৪:২২, ৮ এপ্রিল ২০২১
শীতলক্ষ্যায় লঞ্চডুবি: আটক ১৪

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় ১৪ জনকে আটক করেছে কোস্টগার্ড। এছাড়া, জব্দ করা হয়েছে ‘সাবিত আল হাসান’ নামে লঞ্চটিকে ধাক্কা দেওয়া এস কে এল-৩ জাহাজটি। 

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এ তথ‌্য নিশ্চিত করে জানান, মুন্সীগঞ্জ থেকে তাদের আটক করা হয়। 

এর আগে ৪ এপ্রিল সন্ধ‌্যা ৬টার দিকে একটি কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে যায়। এরপর থেকে উদ্ধার অভিযান শুরু হয়। উদ্ধার করা হয় ৩৫ জনের লাশ। উদ্ধার অভিযানে অংশ নেন বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড, দমকল বাহিনী, নৌ ও থানা পুলিশের উদ্ধারকর্মীরা। এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে।

হাসান উল রাকিব/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়