ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: ঘাতক কার্গো জাহাজ মুন্সীগঞ্জে আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ৮ এপ্রিল ২০২১  
শীতলক্ষ্যায় লঞ্চডুবি: ঘাতক কার্গো জাহাজ মুন্সীগঞ্জে আটক

শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় ঘাতক কার্গো জাহাজ এসকেএল-৩ ও ১৪ স্টাফকে আটক করেছে মুন্সীগঞ্জের গজারিয়া কোস্টগার্ডের সদস্যরা। 

ঘটনার ৪ দিন পর বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুর ১ টার দিকে গজারিয়ার মেঘনা নদী থেকে কার্গো জাহাজটিকে আটক করা হয়। জাহাজে থাকা আটক ১৪ জনকে নারায়ণগঞ্জ নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এসব তথ্য নিশ্চিত করেছেন গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আব্দুস সালাম।

তিনি জানান, মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা নদী থেকে কোস্টগার্ডের সদস্যরা কার্গো জাহাজটি জব্দ করে। এসময় কার্গোতে থাকা ১৪ জন স্টাফকেও আটক করেন তারা। পরে জাহাজটি নৌপুলিশকে বুঝিয়ে দেওয়া হয়। এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তাকে খবর দেওয়া হয়েছে।

এদিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ‘পাগলা কোস্টগার্ড স্টেশনের সদস্যরা গজারিয়া থেকে কার্গো জাহাজটি আটক করেছে বলে জানতে পেরেছি। বেশ কয়েকজন স্টাফকেও আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’

প্রসঙ্গত, গত রোববার (৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের সৈয়দপুর কয়লাঘাট এলাকায় কার্গো জাহাজ ধাক্কা দিয়ে ‘সাবিত আল হাসান’ নামের লঞ্চটি অর্ধশতাধিক যাত্রীসহ ডুবিয়ে দিয়ে পালিয়ে যায় কার্গো জাহাজ এসকেএল-৩।

রতন/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়