ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখলে ব্যবস্থা: শিক্ষা উপমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১০, ৮ এপ্রিল ২০২১  
শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখলে ব্যবস্থা: শিক্ষা উপমন্ত্রী

‘করোনা পরিস্থিতির মধ্যে সরকারী নির্দেশনা না মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখলে ব্যবস্থা গ্রহণ করা হবে’ বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। 

তিনি বলেন, ‘কওমি মাদ্রাসাও বন্ধ রাখতে হবে। শুধুমাত্র এতিমদের জন্য এতিমখানা খোলা রাখা যাবে। আজ থেকেই এ বিষয়ে মনিটরিং করা হচ্ছে।’

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে করোনার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান যাতে বন্ধ রাখা হয়। পুলিশ প্রশাসনকেও এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। যারা সরকারী নির্দেশনা অমান্য করে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খোলা রাখবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কওমি মাদ্রাসা প্রসঙ্গে শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘কওমী শিক্ষার সর্বোচ্চ ডিগ্রিকে সরকার সম্মান দিয়ে মাস্টার্সের সমমর্যাদা দিয়েছে সরকার। তারপরও তারা যদি বিশৃঙ্খলা করে তাহলে বিষয়টি পুনরায় বিবেচনা করে দেখতে হবে।’ 

হেফাজত প্রসঙ্গে শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘যারা অরাজকতা করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হেফাজতের আক্রমণের শিকার হয়ে এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। স্বাধীনতা বিরোধী শক্তি কাদের ঘাড়ে বন্দুক রেখে বিভিন্ন হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটানোর জন্য মরিয়া হয়ে উঠেছে তা খুঁজে বের করতে হবে।’ 

মামুনুল হককে উদ্দেশ্য করে নওফেল বলেন, ‘কে কত বড় নেতা সেটা দেখার কোনো বিষয় নেই। প্রতিবাদ-প্রতিরোধের মুখে, ভয়ে মামুনুল চট্টগ্রামে আসে নাই। এ ব্যক্তি চরিত্রহীন ব্যক্তি। মিনিটে একজনকে তার স্ত্রী বানায়, আবার কিছুক্ষণ পর আরেক জনকে তার স্ত্রী বলে। এ ধরনের অপকর্মে হেফাজতের নেতা কর্মীরা কীভাবে জড়িত থাকে তা জাতি জানতে চায়।’

এসময় চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহেনা আখতার উপস্থিত ছিলেন।

রেজাউল করিম/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়