ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এসকেএল-৩ এর ৫ স্টাফের দুদিন করে রিমান্ড

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৭, ৯ এপ্রিল ২০২১  
এসকেএল-৩ এর ৫ স্টাফের দুদিন করে রিমান্ড

এসকেএল-৩ কার্গো জাহাজের চালকসহ পাঁচ সহযোগীর দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালত শুনানী শেষে বাকি নয় আসামীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে এ তথ‌্য নিশ্চিত করেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জান। 

তিনি জানান, শুক্রবার বিকেলে নৌ পুলিশ ১৪ জন আসামিকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ন কবীরের আদালতে হাজির করা হয় এসকেএল-৩ কার্গো জাহাজের চালকসহ জাহাজটি চালানোর কাজে সহযোগী পাঁচ জন আসামিকে। সেসময় তাদের প্রত‌্যেককে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে প্রত‌্যেকের দুই দিনের করে রিমান্ড মঞ্জুর করেন। বাকি নয় আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন তিনি। 

রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলো- কার্গোর মাস্টার নড়াইলের লোহাগড়া থানার বেলাবিয়া গ্রামের মৃত শাহাদাত হোসেনের ছেলে ওহিদুজ্জামান (৫০), কার্গোর ড্রাইভার (ইনচার্জ) গোপালগঞ্জের কাশিয়ানি থানার রাজপাট গ্রামের হেমায়েত মোল্লার ছেলে মজনু মোল্লা (৩৮), কার্গোর সুকানি ফরিদপুরের বেলাবানা গ্রামের মৃত আলী মল্লিকের ছেলে মো. আনোয়ার মল্লিক (৪০), কার্গোর গ্রিজার পটুয়াখালী গলাচিপা থানার কামারহাওলা গ্রামের রিপন হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার (২০) ও কার্গোর গ্রিজার নড়াইল লোহাগড়া বেলচিয়া গ্রামের মো. মিন্টু মিয়ার ছেলে ফারহান মোল্লা (২৭)।

রাকিব/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়