ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গাজীপুরে করোনায় আক্রান্ত সাংবাদিকের মৃত্যু

গাজীপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫২, ৯ এপ্রিল ২০২১  
গাজীপুরে করোনায় আক্রান্ত সাংবাদিকের মৃত্যু

রোমান শাহ আলম

গাজীপুরে করোনায় আক্রান্ত হয়ে ‘দৈনিক লাখো কন্ঠ’-এর গাজীপুর প্রতিনিধি মো. রোমান শাহ আলমের মৃত‌্যু হয়েছে। 

তিনি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় বৃহস্পতিবার (৮ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে মারা যান। 

তিনি গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের নির্বাহী সদস্য ছিলেন।

শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল এ তথ‌্য নিশ্চিত করেন।

গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. বায়েজীদ হোসেন জানান, গত ৩১ মার্চ জ্বর ও ঠান্ডার লক্ষণ দেখা দিলে তিনি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১ এপ্রিল বিকালে তার নমুনায় করোনা পজেটিভ ফল আসে। ওই রাতেই তিনি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আইসোলেশন ইউনিটে ভর্তি হন। 

এ অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তিনি মারা যান। 

চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, এ হাসপাতালে আইসোলেশনে থাকা অবস্থায় গত রাতে সাংবাদিক রোমান শাহ আলমের মৃত‌্যু হয়েছে। 
গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী গাজীপুরে গত ২৪ ঘণ্টায় ৫০৫ জনের নমুনা পরীক্ষায় ১৪৪ জনের মধ্যে করোনা পজেটিভ ফল আসে। 

এ যাবৎ গাজীপুরে মোট ৬৮ হাজার ২৮৫ জনের নমুনা পরীক্ষায় ৮ হাজার ৫৬৩ জনের মধ্যে করোনা পজেটিভ হয়। করোনা থেকে মুক্ত হয়েছে ৭ হাজার ৫৫০জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে ১৪৮ জনের মৃত্যু হয়েছে বলে জানান সিভিল সার্জন মো. খায়রুজ্জামান।

রফিক সরকার/সনি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়