ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পাখির সঙ্গে এ কেমন নিষ্ঠুরতা!

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৫, ১০ এপ্রিল ২০২১   আপডেট: ১৪:৪৭, ১০ এপ্রিল ২০২১
পাখির সঙ্গে এ কেমন নিষ্ঠুরতা!

ঝালকাঠিতে ক্ষেতের ধান খাওয়ার কারণে ৩৩টি বাবুই পাখির বাচ্চা পুড়িয়ে মারার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার (১০ এপ্রিল) দুপুরে ঝালকাঠি সদর উপজেলা বন কর্মকর্তা কার্তিক চন্দ্র মণ্ডল ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ঈশ্বরকাঠি গ্রামের জালাল সিকদারের ক্ষেতের ধান খেতো বাবুই পাখিরা। এতে খুব ক্ষিপ্ত হন জালাল। এরপর তিনি ওই এলাকার সিদ্দিক মার্কেটের সামনের তাল গাছে থাকা বাবুই পাখির বাসায় বাঁশের মাথাতে কাপড় পেঁচিয়ে আগুন জ্বালিয়ে দেন। আগুনে পুড়ে বাসার ভিতরে থাকা ৩৩টি বাবুই ছানা মারা গেছে। 

স্থানীয় জুলহাস মল্লিক বলেন, ‘এই ঘৃণ‌্য কাজ একজন মানুষ কীভাবে করতে পারে তা ভাবতেই অবাক লাগে । বাবুই পাখির অপরাধ, তারা নাকি ক্ষেতের ধান খেয়ে ফেলে। এই কারণে একজন জীবন্ত প্রাণী কীভাবে পুড়িয়ে ফেলে?’

এলাকার পাখি প্রেমী অভিজিৎ বলেন, ‘বিষয়টি শনিবার বন বিভাগ ঝালকাঠিকে লিখিতভাবে অভিযোগ আকারে জানানো হয়েছে। এঘটনায় যথাযথ কর্তৃপক্ষের নিকট ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানান এলাকাবাসী।

বন কর্মকর্তা কার্তিক চন্দ্র মণ্ডল বলেন,  ‘মৌখিক অভিযোগ পেয়েছি। এটা যদিও খুলনা বন ও বন‌্যপ্রাণী বিভাগের আওতায় পরে, তবুও আজ আমি ঘটনাস্থলে যাবো। এবং এই ঘটনা সত‌্য হলে ব‌্যবস্থা নেওয়া হবে।’

বাবুই পাখির বাসায় আগুন দেওয়ায় অভিযুক্ত জালাল সিকদার বলেন, ‘ক্ষেতের ধান প্রতিদিন পাখিতে খেয়ে ফেলায় আমার লোকসান হচ্ছিল। মাথা গরম থাকায় বাসা নষ্ট করেছি। আমি এজন্য অনুতপ্ত।’

অলোক/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়