ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

তপ্ত বাতাসে পুড়েছে কৃষকের স্বপ্ন

গাজীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ১০ এপ্রিল ২০২১  
তপ্ত বাতাসে পুড়েছে কৃষকের স্বপ্ন

সম্প্রতি কালবৈশাখী ঝড়ের সঙ্গে বয়ে যাওয়া তপ্ত বাতাসে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফয়েজুল্লাপুর ও কাতলমারা এলাকা এবং আড়াইবিল ও বগাবাড়ি বিলে অনেক ধান চিটা হয়ে গেছে। আচমকা এ দুর্যোগে ভয়ানক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। তপ্ত বাতাসে পুড়েছে অনেক কৃষকের স্বপ্ন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, গরম বাতাসের কারণে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ও ঢালজোড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় ১০০ হেক্টর জমির বোরো ধান চিটা হয়েছে। সূত্রাপুর ইউনিয়নের ফয়েজুল্লাপুরের কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ফয়েজুল্লাপুরের কৃষক আনোয়ার হোসেন ও চাঁন মিয়া বলেন, ‘কালবৈশাখী ঝড় বা শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি হয়, জানি। কিন্তু গরম বাতাসে ধানের এমন ক্ষতি কখনো দেখিনি ও শুনিনি। সকালে খেতে গিয়ে দেখি থোড় শুকিয়ে ধান চিটা হয়ে আছে।’

কালিয়াকৈর উপজেলার কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘হিট শকে আক্রান্ত ধান খেতে পানি রাখার জন্য পরামর্শ দিয়েছি। তবে এখন চাষি ভাইদের জন্য করণীয় হচ্ছে, খেতে পানি ধরে রাখা। ক্ষতি যা হওয়ার হয়ে গেছে, এখন প্রয়োজন জমিতে দুই থেকে তিন ইঞ্চি পানি রাখা। এতে হিট শক কিছুটা এডজাস্ট করা যাবে।’

স্থানীয় কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উপজেলায় এবার ১০ হাজার ১২০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে।

রফিক সরকার/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়