ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

চট্টগ্রামে হেলে পড়া পাঁচতলা ভবনটি ভেঙে ফেলা হবে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৪৮, ১১ এপ্রিল ২০২১   আপডেট: ১১:৩৪, ১১ এপ্রিল ২০২১
চট্টগ্রামে হেলে পড়া পাঁচতলা ভবনটি ভেঙে ফেলা হবে

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার এনায়েত বাজার এলাকায় কার্তিক ঘোষের হেলে পড়া পাঁচতলা ভবনটি সকালে ভেঙে ফেলা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার নোবেল চাকমা।

ভবনটি বিপজ্জনকভাবে হেলে পড়ার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘ভবনটির মালিক ভবনের নিচে মাটি কেটে পিলার সংস্কারের কাজ শুরু করেন। এইসময় নিচের কয়েকটি পিলার ভেঙে সংস্কার করতে গেলে  ভবনটি আজ বিপজ্জনকভাবে হেলে পড়ে। সকালে ভবনটি ভেঙে ফেলা হবে।’

শনিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে চট্টগ্রাম নগরীর এনায়েত বাজারের গোয়ালপাড়াস্থ পাঁচতলা ভবনটি হেলে পড়ে। খবর পেয়ে নিরাপত্তার স্বার্থে পুলিশ, ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশনসহ সম্মিলিতভাবে দ্রুততার সাথে ভবনের সকল বাসিন্দাদের সরিয়ে নেয়। পাশাপাশি আশ-পাশের আরো ৩৫টি পরিবারকে সরিয়ে নেওয়া হয়।

ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিস, সিডিএ, বিদ্যুৎ, গ্যাস বিভাগের টিম জানমালের নিরাপত্তায় কাজ করছে।

রেজাউল/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়