ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

চট্টগ্রামের ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ করতে হবে: মেয়র 

নিজস্ব প্রতিবেদক,  চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৮, ১২ এপ্রিল ২০২১   আপডেট: ১০:৩৬, ১২ এপ্রিল ২০২১
চট্টগ্রামের ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ করতে হবে: মেয়র 

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, ভয়াবহ দুর্ঘটনা এড়াতে অচিরেই চট্টগ্রাম নগরীর সব ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ করতে হবে।

রোববার (১১ এপ্রিল) নগরীর ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের গোয়াল পাড়ায় হেলে পড়া পাঁচ তলা ভবন পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। 

হেলে পড়া ভবন অপসারণে সব ধরনের সহযোগিতা ও  পরামর্শ দিতে তিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান। 

তিনি বলেন, ‘নগরীতে যে সব ভবন হেলে পড়েছে বা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে তার একটি সুনির্দিষ্ট তালিকা নিশ্চয়ই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাছে আছে। বড় ধরনের বিপর্যয়ের আগেই কেবল কার্তিক ঘোষের এ বাড়িটিই নয় বরং নগরীতে যতগুলো ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে সব কটি অপসারণে ভবন মালিকদের বাধ্য করতে হবে।’ 

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, যারা বিল্ডিং কোড না মেনে কিংবা প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণ করেছে, ভবনকে পরিবর্ধন করেছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণে আরও কঠোরতা অবলম্বন করবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ।’

রেজাউল করিম/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়