ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

গোপালগঞ্জে একযোগে ৫ উপজেলায় মাস্ক বিতরণের মহা আয়োজন

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৫, ১২ এপ্রিল ২০২১  
গোপালগঞ্জে একযোগে ৫ উপজেলায় মাস্ক বিতরণের মহা আয়োজন

গোপালগঞ্জে একযোগে ৫ উপজেলায় এক লাখ মাস্ক বিতরণের বড় ধরণের উদ্যোগ নিয়েছে গোপালগঞ্জ জেলা প্রশাসন।

সোমবার (১২ এপ্রিল) সকাল ১০ টায় গোপালগঞ্জে শহরের লঞ্চঘাট এলাকায় মাস্কবিহীন মানুষের মাঝে মাস্ক বিতরণ করে এই কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

এরপর জেলা প্রশাসক শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখেন ও মাস্ক বিলি করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় জেলার ৫ উপজেলার ৬৭ ইউনিয়ন ও ৪ পৌরসভা এলাকায় একযোগে এই মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করা হয়। রোভার স্কাউটস ও বিডি-ক্লিনের সদস্যরা মাস্ক বিতরণে সহায়তা করেন।

এ সময় জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ইউনিয়ন পর্যায় থেকে মাস্ক বিতরণ করা হবে। বিভিন্ন ভলান্টিয়ার দ্বারা এ মাস্ক বিতরণ করা হবে। মাস্ক পড়তে হবে, এটির কোনো বিকল্প নেই। এ মাস্ক বিতরণ চলমান থাকবে।

বাদল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়