ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে হামলা : মাওলানা ইকবালসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৫, ১২ এপ্রিল ২০২১   আপডেট: ১৩:৪৭, ১২ এপ্রিল ২০২১
সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে হামলা : মাওলানা ইকবালসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে হামলা, ভাঙচুর ও মহাসড়কে নাশকতা মামলার প্রধান আসামি মাওলানা ইকবালসহ হেফাজতের ৪ নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ‌্যাকশন ব‌্যাটালিয়ন (র‌্যাব)-১১।

রোববার (১১ এপ্রিল) রাতে র‌্যাব-১১-এর একটি টিম ঢাকার জুরাইন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

সোমবার (১২ এপ্রিল) সকালে র‌্যাব-১১ এর সিও লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— সোনারগাঁও উপজেলা হেফাজতে ইসলামের আমির মহিউদ্দিন, সেক্রেটারি শাহজাহান ওরফে শিবলী, সহ-সভাপতি মোয়াজ্জেম ও উপজেলা খেলাফত মজলিশের সভাপতি ইকবাল হোসেন। 

লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম জানান, এই চার নেতা সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে হামলা, ভাঙচুর ও মহাসড়কে নাশকতা মামলার আসামি। রোববার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাদেরকে আদালতে পাঠানোর জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাকিব/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়