ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বান্দরবানে সাংগ্রাইসহ নববর্ষের সব অনুষ্ঠান স্থগিত

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৯, ১২ এপ্রিল ২০২১   আপডেট: ১৫:৪৭, ১২ এপ্রিল ২০২১
বান্দরবানে সাংগ্রাইসহ নববর্ষের সব অনুষ্ঠান স্থগিত

করোনা পরিস্থিতির কারণে বান্দরবানে সাংগ্রাই উৎসবসহ নববর্ষের সব অনুষ্ঠান স্থগিতের ঘোষণা দিয়েছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।

সোমবার (১২ এপ্রিল) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের হলরুমে এক জরুরী সংবাদ সম্মেলন ডেকে তিনি এই ঘোষণা দেন।

পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা বলেন, সারা বিশ্বে এখন করোনাভাইরাস মহামারি আকার নিয়েছে, ইতোমধ্যে বাংলাদেশেও এটা ভয়াবহ আকার নিচ্ছে। তাই দেশ ও জাতির স্বার্থে বান্দরবানে বাংলা নববর্ষের সকল অনুষ্ঠান কর্মসূচি স্থগিত করা হয়েছে।

নববর্ষ উপলক্ষে জেলার ৪শ ১৮টি বৌদ্ধ বিহারে পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমানে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলেও জানান
তিনি।

সংবাদ সম্মেলনে এসময় বালাঘাটা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত তেজপ্রিয় থের, রাজগুরু (খ্যং ওয়া ক্যং) বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক কেএসমং মার্মা, অর্থ সম্পাদক রাজপুত্র শৈনুপ্রু রুমু, উৎসব উদযাপন কমিটির সভাপতি থেওয়াং (হ্লাএমং), সাধারণ সম্পাদক শৈটিং ওয়াই মার্মা উপস্থিত ছিলেন।

বাসু/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়